লা লিগায় এখনো টপ গোল স্কোরার মেসি। গত রাতেও গোল পেয়েছেন মেসি। পেনাল্টি হতে গোল করেন একটি। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলে রিয়ালের পয়েন্ট ৫৯। করোনার কারনে দর্শক ছাড়াই খেলে যতে হচ্ছে প্রতিটি দলকে।
লা লিগায় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্হানে আছে সেভিয়া ও রিয়াল সোসিয়াদ। করোনা প্রাদুর্ভাব কাটিয়ে ইউরোপীয়ান ফুটবল আবার মাঠে ফিরেছে।
ইফতি।
0 Comments