করোনা কালীন পরিস্হিতিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার গুলোর আয় যেনো এক বারেই বন্ধ হতে বসেছে। যেই শহর বছরের পর বছর ধরে কতো স্বপ্ন দেখিয়ে গেছে। সেই শহরই এখন এই মানুষ গুলোর জন্য দূর্বিষহ হয়ে উঠছে।
করোনা পরিস্হিতিতে আয় বন্ধ হয়ে গেলেও ব্যয় কিন্তু একটুও কমেনি। বরং দিন দিন ব্যয় লাফিয়ে লাফিয়ে বেরেই চলছে।
শহুরে এই ব্যয় এর সাথে কোন ভাবেই পরিবারগুলো মানিয়ে নিতে পারছেন না। এক রকম বাধ্য হয়েই তাই শহর ছাড়তে বাধ্য হচ্ছে পরিবার গুলো।
সবাই অনেক হতাশা আর অনেক কষ্ট নিয়ে গ্রামে ফিরে যাচ্ছে। রাজধানী সহ দেশের বড় শহরেই এখন হামেশাই চোখে পড়ছে টু - লেটের পোস্টার। গত কয়েক বছরে এমনটা দেখেনি দেশবাসী।
আয় বাদে বাসা ভাড়া, খাওয়ার খরচ, বিভিন্ন বিল মিটিয়ে টিকতে পাড়ছেন অনেক পরিবার। ফিরে যাচ্ছে নিজ গ্রামে।
আর এতেই ফাঁকা হয়ে পড়ছে শহরের ভাড়া বাসাগুলো।
আর বাসা মালিকরাও টাঙিয়ে দিচ্ছেন বাসা ভাড়া দেয়ার নোটিশ।
0 Comments