এম এল মর্নিং বার্ড নামের একটি লঞ্চকে আরেকটি লঞ্চ ধাক্কা দিলে সেটি ডুবে যায়। কোস্টগার্ড, বিআইডাব্লিউটিএ, ফায়ারসার্ভিসের ডুবুরি দল ও নৌবাহিনীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করাহয়েছে। তবে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন উদ্ধারকর্মীরা।
দুর্ঘটনার কবলে পড়া লঞ্চ থেকে বেঁচে ফেরা যাত্রীরা জানান, ৭০-৮০ জন মানুষ ছিলেন লঞ্চটিতে। যখন লঞ্চটি ডোবে তখনপ্রায় ৫০ জন লঞ্চের ভেতরে ছিলেন।
এদিকে এখনও পর্যন্ত ২৪টি লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে আনা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, এখান শনাক্তকরণ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
0 Comments