এতে করে পুলিশ অফিসারের গাড়িটির পেছনের লাইট ভেঙ্গে যায় এবং গাড়ির বডির কিছুটা ক্ষতি হয়।
গাড়িতে তখন পুলিশ অফিসারের পুরো পরিবার অবস্হান করছিলো।
স্হানীয় প্রতিনিধী জানান কাভার্ড ভ্যানটি দাউদকান্দি পুলিশ অফিসারের গাড়িটিকে ধাক্কা দিলেও সেখান থেকে চলে আসেন। কিন্ত পুলিশের গাড়িটি কাভার্ড ভ্যানটিকে ধাওয়া করে এনায়েতনগর এসে ধরতে সক্ষম করে।
এবং এক পর্যায়ে পুলিশ কাভার্ড ভ্যানটির ড্রাইভারকে হাত দিয়ে কিছুটা উত্তম মধ্যম দেন। যেহেতু পুলিশের গাড়িটিতে পুলিশ অফিসারের সম্পূর্ণ পরিবার ছিল তাই পুলিশ অফিসার একটু বেশি চওড়া হন কাভার্ড ভ্যানের ড্রাইভারের ওপর।
কিন্তু গাড়ির কিছুটা ক্ষতি হলেও গাড়ির ভিতরের কারো তেমন কোনো ক্ষতি হয়নি। তবে গাড়িটিতে শিশু বাচ্চাও ছিলো।
পরে স্হানীয় থানা হতে পুলিশ এসে কাভার্ড ভ্যানের ড্রাইভারকে তিন হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়। তিন হাজার টাকা জরিমানা নেয়ার পর কাভার্ড ভ্যানের ড্রাইভারকে ছেড়ে দেয়া হয়।
মূলতো পুলিশ অফিসার তার পরিবারকে নিয়ে আত্নীয়ের বাড়িতে যাচ্ছিলেন।
0 Comments