তা হাতে যখন কটা দিন পাওয়া গেছে, তাতে কী করতে পারেন নেইমার? জীবনকে উপভোগের মন্ত্র মেনে চলা ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড তা-ই করলেন, যা তাঁর সঙ্গে বেশ যায়। মেতেছেন পার্টিতে!
স্প্যানিশ দৈনিক মার্কাসহ ইউরোপের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে, সাঁ-ত্রপের সৈকতে ভিক্টোরিয়া’স সিক্রেটের বেশ কয়েকজন মডেলকে নিয়ে পার্টি করেছেন নেইমার।
গত ১৫ মার্চ ক্লাবের অনুমতি নিয়ে প্যারিস থেকে ব্রাজিলে উড়ে গিয়েছিলেন নেইমার। সেখানে লকডাউনের সময়টা কাটিয়ে গত শনিবার ফিরেছেন।
গত ১৫ মার্চ ক্লাবের অনুমতি নিয়ে প্যারিস থেকে ব্রাজিলে উড়ে গিয়েছিলেন নেইমার। সেখানে লকডাউনের সময়টা কাটিয়ে গত শনিবার ফিরেছেন।
ইএসপিএন জানিয়েছে, রিও ডি জেনিরো থেকে প্যারিসের শার্ল দো গল বিমানবন্দরে নামার পর নেইমার ক্লাবে ফিরে আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন। সেখান থেকেই সোজা পার্টিতে!
ইফতি
ইফতি
0 Comments