মতলব পৌরসভার দক্ষিণ দিঘলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহেব আলী (৮৯) এর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।গতকাল ২৮ জুন রবিবার বিকাল সাড়ে ৫ টায় দক্ষিণ দিঘলদী জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানেদাফন করা হয়।
জানা যায়, ওই গ্রামের প্রধানীয়া বাড়ির মুক্তিযোদ্ধা মোঃ সাহেব আলী ২৮ জুন দুপুর সাড়ে ১২ টার সময় বার্ধক্যজনিত কারণেতাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন।তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মতলব দক্ষিণ থানা পুলিশের একটি চৌকস দল রাস্ট্রীয় মর্যাদায় অভিবাদন জানায়। রাস্ট্রের পক্ষে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা ও গার্ডঅব অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এ সময় অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপটিকমান্ডার বশিরউল্লাহ সরকার, বীর মুক্তিযোাদ্ধা মোস্তফা কামাল,মুক্তিযোদ্ধা ছলিম উদ্দীন, মুক্তিযোদ্ধা বিভূতিভুষণ মজুমদারসহএলাকার মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।
0 Comments