যে বিশাল মানচিত্র জুড়ে ছিলো পবিত্র নগরীর তকমা তা যেনো দিন দিনই সংকুচিত হয়ে আসছে।
পুরো বিশ্ব দেখেও যেনো তা দেখেনি, শুনেও যেনো শুনেনি। কতো কষ্ট আর যন্ত্রনা সবই সহ্য করে নিয়েছে ফিলিস্তিনের জনগন।
ক্রমাগতো সব যন্ত্রণা নিয়েও স্বাধীন একটি দেশ হবে ফিলিস্তিনের আশা করে সে দেশের জনগন।
আমরাও সবাই তাই ভাবি, আমাদের হৃদয়েওতো ফিলিস্তিন। আমরা নিপীড়ন আর শোষণের বিরুদ্ধে। আমরা ফিলিস্তিনের পক্ষে।
সব আধার কেটে গিয়ে ফিলিস্তিন তাদের হারানো সব কিছু ফিরে পাবে। ফিলিস্তিনের মানুষ সুন্দর ভাবে বাঁচবে।
পুরো বিশ্ব দেখেও যেনো তা দেখেনি, শুনেও যেনো শুনেনি। কতো কষ্ট আর যন্ত্রনা সবই সহ্য করে নিয়েছে ফিলিস্তিনের জনগন।
ক্রমাগতো সব যন্ত্রণা নিয়েও স্বাধীন একটি দেশ হবে ফিলিস্তিনের আশা করে সে দেশের জনগন।
আমরাও সবাই তাই ভাবি, আমাদের হৃদয়েওতো ফিলিস্তিন। আমরা নিপীড়ন আর শোষণের বিরুদ্ধে। আমরা ফিলিস্তিনের পক্ষে।
সব আধার কেটে গিয়ে ফিলিস্তিন তাদের হারানো সব কিছু ফিরে পাবে। ফিলিস্তিনের মানুষ সুন্দর ভাবে বাঁচবে।
ইনশাআল্লাহ।
0 Comments