ইসলামি মতে কুরবানী হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টি ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবেহ করা।মুসলমানদের পবিত্র আল কোরআনের তিনটি স্থানে কুরবানির উল্লেখ আছে যার একটি পশু কুরবানির ক্ষেত্রে এবং বাকি দুটিসাধারণ ভাবনার কাজ বোঝাতে যা দ্বারা খোদার নিকটবর্তী হওয়া যায়। তাই ঈদ উল আযহার দিনে অনেকেই গরীব দুখীমানুষদের পশু কুরবানী দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করেন। তাই করোনা কালীন সময় গরীব মানুষের পাশে দাড়াচ্ছেনচাঁদপুরের মতলব উওরের এনায়েত নগর সরকার বাড়ি ফাউন্ডেশন।
সরকার বাড়ি ফাউন্ডেশন থেকে করোনাকালীন সময় অনেক মানুষকে চাল, ডাল দিয়ে সাহায্য করা হয়। এবার কুরবানীর ঈদউপলক্ষ্যে একটি কোরবানির গরু কেনা হইয়াছে। আগামীকাল আল্লাহর নির্দেশ পালনের জন্য কুরবানী দেওয়া হবে। মরহুম সাতজন লোকের নামে ১)করিম উদ্দিন সরকার 2) রহিম উদ্দিন সরকার 3) ছলিম উদ্দিন সরকার 4) অলিম উদ্দিন সরকার 5) নূরবক্স সরকার 6) হাবিবুল্লাহ সরকার 7) নবাব আলী সরকার কুরবানী দেয়া হবে।
চলমান করোনা মহামারীর কারনে যারা কুরবানী দিতে পারে নাই এবং গরীব দুঃখী মানুষের মাঝে মাংস বিতরণ করা হবে।আয়োজন কমিটির মিশু সরকার বলেন আমাদের এই কর্মসূচিতে যাহারা অর্থ দিয়া বা শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদেরপ্রত্যেক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন আমাদের সবাই কে মাফ করেন এবং মহামারি থেকে বাচিয়ে দেন।
কোরান ও হাদীসে কুরবানী নিয়ে অনেক বানী রয়েছে। কোরবানির পশুকে আল্লাহ তাঁর মহিমার প্রতীক করেছেন। তোমাদের জন্যেএতে রয়েছে বিপুল কল্যাণ। অতএব এগুলোকে সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় এদের জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণকরো। এরপর এরা যখন জমিনে লুটিয়ে পড়ে, তখন তা থেকে মাংস সংগ্রহ করে তোমরা খাও এবং কেউ চাক না চাক সবাইকেখাওয়াও। এভাবেই আমি গবাদি পশুগুলোকে তোমাদের প্রয়োজনের অধীন করে দিয়েছি, যাতে তোমরা শুকরিয়া আদায় করো।(সূরা হজ, আয়াত ৩৬)
কিন্তু মনে রেখো কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ-সচেতনতা। এই লক্ষ্যেই কোরবানির পশুগুলোকে তোমাদের অধীন করে দেয়া হয়েছে। অতএব আল্লাহ তোমাদের সৎপথপ্রদর্শনের মাধ্যমে যে কল্যাণ দিয়েছেন, সেজন্যে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো। হে নবী! আপনি সৎকর্মশীলদেরসুসংবাদ দিন যে, আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করবেন। নিশ্চয়ই আল্লাহ কোন বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞকে পছন্দ করেন না। (সূরাহজ, আয়াত ৩৭-৩৮)
0 Comments