মতলব দক্ষিণে দুস্থ ও অসহায় মানুষের মাঝে সেনাবাহীনির প্রধান জেনারেল আজিজ আহমেদ এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল। গত ১৯ জুলাই দুপুরে মতলব সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গনে তিনি এই ত্রাণ বিতরণ করেন।
করোনার ভাইরাসের কারণে মতলবের দুই উপজেলায় কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এমএ আজিজ আহমেদের পক্ষ থেকে সহস্রাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় মতলব দক্ষিণ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনুর তত্বসধানে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুবিন সুজন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন, পৌর মেয়র আওলাদ হোসেন লিটন, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম নুরু, আ’লীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, উপজেলা যুবলীগের আহবায়ক জহির সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুলইসলাম আলেক, যুগ্ম আহবায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, গোলাম মোস্তফা, মতলব প্রেসক্লাবের সাধারণসম্পাদক ফজলে রাব্বী ইয়ামিন, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, পৌর কৃষকলীগের আহবায়ক গোলাম হায়দার মোল্লা, ছাত্রলীগ নেতা লিখন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
0 Comments