গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রে এ ঘটনাটি ঘটে। ছোট ভাইটি দেখতে পায় তার ছোট বোনকে বাসার সামনে হঠাৎ একটি কুকুর আক্রমন করে বসে।
এ দৃশ্য দেখার পর ৯ বছর বয়সী ভাইটি বিন্দু মাত্র সময় নষ্ট না করে নিজের বোনকে বাঁচাতে কুকুরটির সাথে যুদ্ধ শুরু করে।
এক পর্যায়ে কুকুরটি বোনকে ছেড়ে ভাইটির ওপর চড়াও হয়। এতে নয় বছরের বালকটি মারাত্মকভাবে আহত হয়। জানা যায় তার শরীরে বিভিন্ন স্হানে ৯৭ টি শিলি দেয়া হয়।
কিন্তু বালকটি আহত হলেও নিজের বোনকে সে অক্ষত রাখে। বালকটির এই দুঃসাহসী কাজের জন্য সকলে তার অত্যন্ত প্রশংসা করে।
গতকাল সোশ্যাল মিডিয়ায় তার এই দুঃসাহসীক ঘটনাটি ব্যাপক ভাবে ভাইরাল হয়।
কিন্তু বালকটি আহত হলেও নিজের বোনকে সে অক্ষত রাখে। বালকটির এই দুঃসাহসী কাজের জন্য সকলে তার অত্যন্ত প্রশংসা করে।
গতকাল সোশ্যাল মিডিয়ায় তার এই দুঃসাহসীক ঘটনাটি ব্যাপক ভাবে ভাইরাল হয়।
0 Comments