দ্যা সরকার কটেজ।
স্থান: এনায়েত নগর, মতলব উত্তর, চাঁদপুর।
গ্রামের পরিবেশে এরকম সুন্দর কটেজ বা বাংলো মতলব উত্তরে দেখেছি কিনা সন্দেহ? বিভিন্ন
সুন্দর সুন্দর গাছপালা, বাহারিরঙের ফুল গাছ, ফলাদি বৃক্ষ দিয়ে বাংলোটি ফুটিয়ে তুলেছেন।ইতিমধ্যে বাংলোর এই জায়গাটি ভালো জনপ্রিয়তা পেয়েছে।
দূর দূরান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে, পরিবারের সাথে মিলি মিশে একান্ত কিছু সময় কাটাতে আসে। বাংলো বাড়িটির অর্ধেককাজ শেষ হয়েছে বাকিটার কাজ চলছে।
চাঁদপুরের গ্রামীন পরিবেশে এমন সুন্দর বাংলোটি বানাচ্ছেন মতলব উত্তরের এনায়েত নগরের
সকার বাড়ির কৃতিসন্তান জনাব মাহমুদুল হাসান সরকার।তিনি বহু দিন যাবত পানি উন্নয়ন বোর্ডের ঠীকাদার হিসেবে কাজ করছেন।
রাজধানী ঢাকা থেকে গাড়ি যোগে মাত্র দুই ঘণ্টার পথ।চাদঁপুর শহর থেকে ২০ কি.মি. উত্তরে মতলবে গড়ে উঠেছে ১৫৬.৬৫ হেক্টরজুড়ে এই বাংলোটি।বাংলোটির চারপাশ জুড়ে বিভিন্ন গাছের সারি।একটা ছায়াঢাকা গ্রামীণ পরিবেশ।ভিতরে আছে বড় একটিমাছের ঘের।সঙ্গে আছে ধনাগোদা নদীর মহোনীয় দৃশ্য, নদীতে মাছ ধরা, গোসল করার নানা আধুনিক সুযোগ-সুবিধা।
পরিবারের সদস্যদের নিয়ে সেখানে আনন্দঘন সময় কাটিয়ে আসতে পারেন যে কোনো দিন।যেতে পারেন বন্ধুবান্ধবকে সঙ্গেনিয়ে ঘুরতে।বিকালে দূরে কোথাও না গিয়ে সময় কাটাতে পারেন এখানেও।নিজে না দেখলে বিশ্বাস করা যায় না এটা একটা বাংলো নাকি স্বর্গভূমি।
সারা দিন পাখির কলরব, সন্ধ্যায় বাড়ালের হাঁক, বিরল প্রজাতির বাঁদুড়, জোনাকি পোকার মিছিল ও আতশবাজি, ঝিঁঝিঁ পোকারহৈচৈ। আর ভরা পূর্ণিমা হলে তো কথাই নেই।এক কথায় বিশ্ব মানের ব্যবস্থাপনা।
0 Comments