চাঁদপুরের মতলব উত্তরে কাঁচা পাকা রাস্তাগুলোর বেহাল দশা। দীর্ঘ দিন সংস্কার না হওয়ায় রাস্তাগুলো খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। তাই চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত পথচারী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তার সবচেয়ে খারাপ অবস্থায় মতলব উত্তরের এখলাছপুর বাজার ব্রিজের সংযোগ সড়ক রাস্তাটির।
মতলবের এখলাছপুর বাজার ব্রিজের সংযোগ রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে প্রতিদিন। দীর্ঘ ৩বছর ধরে এই রাস্তার বেহাল দশা। কয়েকদিন আগে তরুণদের নিজস্ব উদ্যোগে ২ গাড়ি বালু ফেলা হয়েছিল কিন্তু বৃষ্টির পানিতেতা সরে গিয়ে পুরোনো রূপে ফিরে এসেছে।
এলাকাবাসী জানান, এলাকার চেয়ারম্যান মেম্বার এই রাস্তাটার কথা জানিয়েছেন অতি দ্রুত ঠিক করবেন বলেছেন। অনেকে বলেন তারা এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু নজরে নিচ্ছেন না। আমাদের অনেক দিনের আশা তারা অতি দ্রুত রাস্তাটি ঠিক করে দিবেন।
সাব্বির নামক এলাকার এক যুবক বলেন ৩ বছর আগে রাস্তা ঠিক করা নিয়ে একটি পোস্ট ফেসবুকে দিয়েছিলাম তখন আমাকে নিয়ে ইউনিয়ন পরিষদে অনেক কথা বলেছিলেন তারপরও রাস্তাটা মেরামত করলেন না ।সে রাগ করে ফেসবুকে লিখেন কিসের জন্য আপনারা এলাকার মেম্বার, চেয়ারম্যান হয়েছেন জনগণের দিকে একটু সুনজর দিবেন না। একটা কথা মনে রাখবেন আপনারা জনগণের প্রতিনিধি জনগণ সবই পারে।
0 Comments