প্রিয় মতলব নিয়ে নতুন ধারায় সেই গানের কন্ঠ দিবেন শিল্পীঃ পাভেল / সজিব
গীতিকারঃ স্বপন মিয়া
সহযোগিতায়ঃ রাসেল প্রধান
ফেসবুক গ্রুপ "আমরা মতলবের জনগন" সম্মানিত এডমিন মোঃ রাসেল প্রধান যার অক্লান্ত পরিশ্রমের ফলে গানটি সম্পূর্ণ করাহবে।স্রোতাদের জন্য গানটি ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা হবে তারা সেখান থেকে শুনতে পাবেন।
গানটির কলাকুশলী এবং শিল্পী দের সাথে কথা বলে জানা যায় চাঁদপুরের মতলব প্রকৃতিক ভাবেই সৌন্দর্যের অপরুপ একস্হান। এছাড়াও সম্পূর্ণ গানটি তারা নিজ জন্মস্থানের প্রতি তার ভালোবাসা, মতলবের প্রকৃতি ও সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টাকরেবেন। গানের প্রতিটা লাইন প্রকাশ করবে মতলবের জনগনের সরলতা ও ভালোবাসা।
মতলব নিয়ে গানটি রিলিজ হবে ০৯ ই আগস্ট।
অর্থাৎ, ১৯১৮ সালের ০৯ ই আগস্ট চাঁদপুরের মতলব উপজেলা মতলব নামে গেজেটভুক্ত হয়।
তাই সেই বিশেষ দিন উপলক্খে গানটি রিলিজ করা হবে।
0 Comments