মতলব পৌরসভার বাইশপুর গ্রামের দাদীর বাড়িতে বেড়াতে এসে সানজিদা আক্তার (৫) নামে এক শিশু পানিতে পড়ে মৃত্যুবরন করেছে। শিশুটির পিতার নাম শাহাদাত হোসেন। ১২ জুলাই শিশু সানজিদা ঢাকা থেকে দাদির সাথে বাইশপুরে বেড়াতে আসে। ঐদিনই বাড়ির ছেলেমেয়েদের সাথে খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাকে খোজাখুজি করে না পেয়ে পুকুরপাড়ে ভাসমান অবস্থায় সানজিদাকে পাওয়া যায়। পরে সানজিদাকে মতলব সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়। সানজিদার বাবা মা ঢাকাতে থাকে।
স্থানীয়রা জানান, সকালে খেলাধুলার জন্য ঘর থেকে বের হয় শিশুটি। পরে তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
0 Comments