গত কয়েক বছরে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান ও খুলেছেন একটি। ইতোমধ্যে তিনি কয়েকটি ছবি প্রযোজনাও করেছেন। পাশাপাশি টুকটাক গানও করছেন। হয়তো সামনে আমরা সবাই তার গান শুনতে ও দেখতে পারবো।
সবকিছু ভালোই চলছিলো এই নায়কের কিন্তু এবার এমন এক কাজ করলেন যা শিক্ষক সহ সকল ছাত্র ছাত্রীদের মাথা খারাপ করে দিচ্ছে।
শুনা গেলো দেব নাকি ইদানীং কবিতার দিকে মন দিয়েছেন। কবি হতে চান দেব। কিন্তু তিনি এমন এক কবিতা রচনা করলেন যা বিঙ্গানী সহ সকলকে নতুন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।
ভারতীয় একটি পত্রিকায় দেবের এই কবিতা প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরই বিশেষ করে শিক্ষক সহ সকল ছাত্র ছাত্রীরা প্রায় পাগল হয়ে যাচ্ছেন। তাদের মনে এক বিরাট প্রশ্ন উকি দিয়েছে।
পত্রিকায় দেখা যায় দেব তার প্রেমিকার সহায়তায় কবিতাটি রচনা করেছেন।
কবিতাটি ছিলো →
'একটা গাছ ছিলো'। একটা উদ্ভিদ ছিলো।
গাছ উদ্ভিদকে জিঙ্গেস করলো, 'তুমি কেমন আছো' ?
উদ্ভিদ উত্তর দিলো, 'আমি ঠিকাছি তুমি কেমন' ?
"এখানেই কবিতা শেষ"।
এই কবিত পত্রিকায় প্রকাশিত হওয়ার পরই নানা বিতর্ক চলছে। সবাই বলছে এটা কেমন কবিতা?
বিশেষ করে শিক্ষক আর ছাত্ররা বলছে গাছ আর উদ্ভিদ কি আলাদা ? তাহলে আমরা সারা জীবন কি জানলাম?
বিঙ্গানীরা আবার বলছে গাছ ও উদ্ভিদ যদি আলাদা হয়, তাহলে বৃক্ষ কী? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। এর সঠিক কোনো উত্তর এখনো পাওয়া যায়নি।
কবিতাটি ছিলো →
'একটা গাছ ছিলো'। একটা উদ্ভিদ ছিলো।
গাছ উদ্ভিদকে জিঙ্গেস করলো, 'তুমি কেমন আছো' ?
উদ্ভিদ উত্তর দিলো, 'আমি ঠিকাছি তুমি কেমন' ?
"এখানেই কবিতা শেষ"।
এই কবিত পত্রিকায় প্রকাশিত হওয়ার পরই নানা বিতর্ক চলছে। সবাই বলছে এটা কেমন কবিতা?
বিশেষ করে শিক্ষক আর ছাত্ররা বলছে গাছ আর উদ্ভিদ কি আলাদা ? তাহলে আমরা সারা জীবন কি জানলাম?
বিঙ্গানীরা আবার বলছে গাছ ও উদ্ভিদ যদি আলাদা হয়, তাহলে বৃক্ষ কী? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে। এর সঠিক কোনো উত্তর এখনো পাওয়া যায়নি।
0 Comments