তারা হলেন:
১.বিল ক্লিনটন,
২.জর্জ ডব্লিউ বুশ এবং
৩.বারাক ওবামা
আমেরিকার সাবেক তিন প্রেসিডেন্ট কোন একটি খেলা প্রতিযোগীতায় এসে ছিলেন কিছুদিন আগে। তারা তিনজনে মোট "চব্বিশ বছর" আমেরিকা শাসন করেছিল। কিন্তু এদের কেউ কোন টাকা পয়সা চুরি করে নিজেদের নামে সম্পদ করে নাই। তাই এখন বসে বসে সাবেক প্রেসিডেন্ট হিসেবে বেকার ভাতা খায় আর ঘোরাঘুরি করে। এই তিনজন ভিন্ন মতও দলের মানুষ হলেও একটা জায়গায় সবার নীতি এক ছিল- তা হলো "যেকোন পন্থায় আমেরিকার স্বার্থ রক্ষা করা"। তাইবহির্বিশ্বে অনেকের চোখে ভিলেন হলেও, স্বজাতির চোখে তারা আজও সমাদৃত। সবচেয়ে বড় কথা, এরা কেউ দেশের সম্পদ চুরিকরে বিদেশে পাচার করে নাই। বরং যতটা পেরেছে নিজেদের দেশকে দুর্নীতি মুক্ত ও সমৃদ্ধশালী করার চেষ্টা করেছে।
সংগৃহীত
0 Comments