স্থানীয়রা জানান, সকালে খেলাধুলার জন্য ঘর থেকে বের হয় শিশুটি। পরে তার পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমি শুনেছি। ছোট্ট নিষ্পাপ শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজমল হোসেন বলেন, শিশুটি পানিতে পড়ে মারা যাওয়ার বিষয়টি শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। লাশ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 Comments