প্রতারণার অভিযোগ ওঠায় ই-ভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের সব ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংক।
অনেকদিন যাবত অনলাইন কেনাকাটার জনপ্রিয় সাইট ইভ্যালির নামে হয়রানী এবং প্রতারনার শিকার হয়েছেন অনেক তাইইভ্যালি কে সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার।
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রিয় ব্যক্তিত্ব মাহবুব কবির মিলন ভেরিফায়েড ফেইসবুক অ্যাকাউন্টে ইভ্যালি বিষয়েকিছু অভিযোগ তুলে ধরেন। অনলাইন কেনাকাটায় কোনো নীতিমালা না থাকায় গ্রাহক হয়রানির সুযোগ থাকছে বলে মন্তব্যকরেন তিনি।
এ সচিব তার ফেইসবুকে লেখেন-
'Evaly.com.bd নিয়ে ব্যাক্তিগত ইন্টারেস্ট নেই আমার। ১০০% বা ১৫০% ক্যাশ ব্যাক অফার কতটা নৈতিক বা অনৈতিক, সেপ্রশ্নেও যাব না। মুফতে বা অতি সহজে পাওয়ার আগ্রহ আমাদের কতটা তা আমরা সবাই জানি। ক্যাশ ব্যাক অফার আরডিসকাউন্ট এর পার্থক্য এখনো আমরা বুঝে উঠতে পারিনি। ব্যবসা করার অধিকার সবার আছে। তেমনি আছে ইভ্যালির।
তবে অনেক কাস্টমার ই্যাভলিকে ভালো বলেছেন, মামুন নামের একজন বলেন,
ইভ্যালি মধ্যবিত্তের স্বপ্ন পূরনে অনেক অবদান ইতিমধ্যে রেখেছে।
টিভি, আকাশ( ডিশ অ্যানটেনা) ওয়ালটন সিলিং ফ্যান অর্ধেক মূল্যে ক্রয় করেছি।
দেশিয় কোম্পানি বলে, আমাদের সয়না!
ইভ্যালির আগামী আরো সুন্দর হোক, এটাই কামনা করি। ভালো থাকুক ইভ্যালি।
আবার আরেকজন অসন্তোষ প্রকাশ করেছেন তিনি বলেন,
ইভেলিরে নতুন করে ডেসটিনি না হতে দেওয়ায় সরকার কে ধন্যবাদ। যদিও অনেক দেরি হয়ে গেছে। এক টা ফোন ডেলিভারিকরতে ৫/৭ মাস লাগায়। তাও সবাই পায় না। টাকা আগে দিতে হয়, সেটা ফেরত ও পাওয়া যায় না। বেশিরভাগ অনলাইন শপক্যাশ অন ডেলিভারিতে দিলেও তারা টাকা আগে নিয়ে রেখে দেয়।
0 Comments