গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্তবাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগীশনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণাকরা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমানপরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।
তার মধ্যে মহামারী করোনা ভাইরাসের এই দিনে সরকারি নির্দেশ অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করায় মতলবএক্সপ্রেস ও জৈনপুর এক্সপ্রেসকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ৬ আগষ্ট ভ্রাম্যমান আদালতপরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। তিনি জানান, স্বাস্থ্যবিধি না মেনে মতলব থেকে ঢাকাগামী জৈনপুরএক্সপ্রেস ও মতলব এক্সপ্রেস অতিরিক্ত যাত্রী বহন করায় এ জরিমানা আদায় করা হয়েছে।
0 Comments