গতকাল উত্তর চব্বিশ পরগনার আঙ্গরাইল সীমান্ত ফাঁড়ির কাছে বনাঞ্চলে বিএসএফ’র একটি বিশেষ দলের তল্লাশি অভিযানে পাখি দুটি উদ্ধার করা হয়।
শুক্রবার বিএসএফ কর্মকর্তারা জানান, পাখি দুটির মূল্য প্রায় ১৪ লাখ টাকা। এগুলো বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
বিএসএফ কর্মকর্তারা বলেন, তল্লাশি অভিযান চলার সময় ঝোপের আড়ালে দুই জন ব্যক্তিকে লুকিয়ে থাকতে দেখেন তারা। পরে তারা দুটি পাখিসহ খাঁচা ফেলে পালিয়ে যান।
ঘন জঙ্গল হওয়ায় তারা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় বিএসএফ।
তারা আরো বলেন, উদ্ধারকৃত পাখি দুটিকে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ জানায়, এই পাখিগুলো মূলত লাতিন আমেরিকায় পাওয়া যায়। কিল-বিল্ড টাউকান নামে উদ্ধার হওয়া পাখি দুটি বিরল প্রজাতির। এই প্রজাতির পাখি কোনো কোনো জায়গায় আবার সালফার-ব্রেস্টড টাউকান বা রেইনবো বিলড টাউকান নামেও পরিচিত।
0 Comments