চাঁদপুর জেলা শহরের সরকারি কলেজের শেরে বাংলা হলের পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্রের করুন মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায় গতকাল ১৬ আগস্ট রবিবার বিষ্ণুদি রোডস্থ শেরে বাংলা হলের পুকুরে ডুবে এই মৃত্যুর ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত মোঃ শাহারিয়ার অর্নব (১০) শহরের মিশন স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্র।
এ ব্যাপারে তার বাবা এরিস্টো ফার্মার সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মোঃ শফিক জানায়, খোঁজাখুজির এক পর্যায়েবিকালে পুকুর ঘাটে তার ছেলের টি-শার্ট আর জুতা দেখতে পায়। পরে সন্দেহজনকভাবে চাঁদপুর ফায়ার সার্ভিসে খবর দিলেসন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মীরা তার ছেলের লাশ উদ্ধার করে ।
নিহত অর্নবের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, অর্নব গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে বাসা থেকেবের হয়ে যায়। দুপুরে বাসায় না ফেরায় তারা বিভিন্ন দিকে খোজ খবর নেয়। নিহত এস এম শাহারিয়ার অর্নবের পরিবারেরসদস্যরা চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের রতন মিজির বাসায় ভাড়া থাকেন।
0 Comments