আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। আজ বাঙালি জাতির শোকের দিন। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের৪৫তম শাহাদাতবার্ষিকী। জাতির জনককে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যার ৪৫ বছর। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতেদিকে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালিরমহানায়ক শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল।
গতকাল শুক্রবার সমাজসেবা অধিদপ্তর কর্তৃক মুজিব বর্ষ উপলক্ষে ইতোমধ্যে সম্পন্ন ৫০ হাজার বার পবিত্র কুরআন খতম করাহয়েছে। পাশাপাশি শেখ মুজিবুর রহমানের মৃত আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করাহয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংগালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর স্বপ্ন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনকরবো বলে সব শোক ভুলে আছি। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে অনুষ্ঠেয় মিলাদ ও দোয়ামাহফিলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এতিমসহ দেশের সব অনগ্রসর জনগোষ্ঠীর সুন্দর ভবিষ্যৎবিনির্মাণে কাজ করবে সরকার।
0 Comments