সিজান আর নেই, রাহীমের অবস্থা আশংকাজনক ছিল পরে সে মারা যান।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নাধীন গজরা বাজারের দক্ষিণ পার্শে সোনামিয়া মার্কেট সংলগ্ন প্রধান সড়কে আজ বেলা পাঁচ ঘটিকায় মর্মান্তিক সড়ক দূর্গটনায় প্রাণ যায় লুধুয়ার মানিক বেপারীর ছেলে সিজানের। গজরা বাজার থেকে লুধুয়া আসার পথে চালকের আসনে সিজান ও পেছনে নানন্দুরকান্দি গ্রামের রাহীম মোটরবাইকে করে লুধুয়া আসছিলো। পথিমধ্যে সোনামিয়া মার্কেট সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা ফ্রেস কোম্পানির পন্যবাহী কভার্টভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন সিজান। সিজানের সাথে থাকা রাহীম গুরুতর আহত হন। চিকিৎসার জন্য রাহীমকে দ্রুত ঢাকায় নেয়া হচ্ছে। রাহীমের অবস্থা আশংকাজনক পরে সে মারা যান।এদিকে সপ্তাহ পূর্বে মোটরবাইক দূর্ঘটনায় প্রাণ হারান ইমামপুরের সালেহ আহমেদ। তাজা প্রাণগুলো জড়ে যাচ্ছে বাইক দূর্ঘটনায় যা মোটেও কাম্য নয়।
0 Comments