চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই মুহূর্তে ট্রলার যোগে নদীতে ভ্রমণ করা পর্যটকদের জন্যঅত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারন বড়স্টেশন গেলে এমন কেউ নেই যে নৌকায় করে ঘুরে বেড়ানো থেকে লাফালাফি করে বিশেষ ভাবে দিনটি মনে রাখতে চান।
এ ব্যাপারে ইংলিশের শহর চাঁদপুরের বড় স্টেশন ও আশেপাশের ৩ টি ঘাটের শতাধিক ট্রলার চালকদের নিয়ে সচেতনামূলক পথসভা। সভা শেষে ট্রলার চালকদের মাঝে ২০০ মাস্ক বিতরণ করা হয়।
দেশের চলমান বন্যা পরিস্থিতির আরও কিছু জায়গায় অবনতি হয়েছে। নতুন করে আরও কিছু জেলা বন্যাকবলিত হয়েছে। এ নিয়ে এখন চাঁদপুরসহ ২৫ জেলায় চলছে বন্যা।
মূলত এসব এলাকায় প্রবাহিত নদনদীতে পানিপ্রবাহ বেড়ে এ বন্যা সৃষ্টি করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওইসব জেলারনদীগুলোর মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, ঘাগট, করতোয়া, গুড়, আত্রাই, ধলেশ্বরী, পুরাতন সুরমা, শীতলক্ষ্যা, কালীগঙ্গা, সুরমা, যদুকাটা, তিতাস, সোমেশ্বরী ৩০ স্থানে বিপদসীমার উপরে বইছে।
0 Comments