বিশ্বের হাতে গোনা যে কটি দেশ করোনা মহামারিকে খুব ভালোভাবে জয় করতে পেরেছে, নিউজিল্যান্ড তার অন্যতম। তবুওবাইরের কোনো দেশ থেকে নিউজিল্যান্ড গেলে ১৪দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। নিউজিল্যান্ডের নাগরিকেরাঅবশ্য স্বাভাবিক জীবনযাপনই করছেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলা দেখতে মাঠে যেতে পারছেন না। সামাজিক দূরত্বমেনে চলার বাধ্যবাধকতা এখন নেই তাঁদের। ৫ মিলিয়ন মানুষের এ দেশে করোনায় মৃতের সংখ্যা ২২। আগামী বছরের শুরুতেপরিস্থিতি নিশ্চয়ই খেলার আরও অনুকূলে থাকবে। সফরকারী দলগুলোকে আতিথিয়েতা দিতে নিউজিল্যান্ড ক্রিকেট তাইআত্মবিশ্বাসী।
করোনাভাইরাস মহামারি শুরুর পর এ বছর আর মাঠে নামা হয়নি বাংলাদেশ দলের। সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কা সফরেরব্যাপারে জোর আলোচনা চলছে, তবে এখনো চূড়ান্ত কিছু জানায়নি দুই বোর্ড। আগামী বছরের শুরুর দিকের সিরিজগুলোসময়মতো হবে কিনা, এই মুহূর্তে সেটি জোর দিয়ে বলাও কঠিন। তবে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, সামনের ঘরোয়া মৌসুমেসফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়; পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজও নিউজিল্যান্ডসফরে আসবে বলে জানানো হয়েছে।
ডেভ হোয়াইট আত্মবিশ্বাসী, বছরের শুরুতে তাঁদের ঘরোয়া মৌসুমে কয়েকটি সিরিজ সময় মতো হয়ে যাবে। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ফোনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আমাদের নিশ্চিত করেছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া ও বাংলাদেশও আসবে। ৩৭ দিনের আন্তর্জাতিক ক্রিকেট চলবে।’ সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত সফরসূচি নিয়ে কোনো কথা বলতে রাজি হননি তিনি। করোনা মহামারির মধ্যে ওয়েস্ট ইন্ডিজ দল ইংল্যান্ড সফরে গিয়ে স্বাস্থ্যবিধি নিয়ে যেসব ব্যবস্থা পেয়েছে তেমন কিছুই আয়োজন করা হবে বলে জানিয়েছেন হোয়াইট। জীবাণুমুক্ত পরিবেশ তৈরি করে ম্যাচ ভেন্যুতেই খেলোয়াড়দের থাকার ও অনুশীলনের ব্যবস্থা করেছে ইংল্যান্ড।
0 Comments