গেলো বছরের আলোচিত ধারাবাহিক নাটকগুলোর মধ্যে অন্যতম ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি যেমন দর্শকদের মনে জায়গা করেনিয়েছে, তেমনি নির্মাতা কাজল আরিফিন অমিও নিজের সবটুকু মেধা-শ্রম ঢেলে দিয়েছেন। ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ১ ও ২দিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন এই নির্মাতা।
ব্যালেচর পয়েন্ট’ ধারবাহিকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মনিরা মিঠু, সাবিলা নূর, নাদিয়া মিম। আরো রয়েছেন মারজুক রাসেল, চাষী আলম, তামিম মৃধা, সানজানা রিয়া, মুসাফিরশোয়েব বাচ্চুসহ অনেকে।
আগের দুই সিজনের সাফল্যের পরে এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ এর তৃতীয় সিজন আনছেন তিনি।
অবশেষে অপেক্ষার অবসান হলো। প্রচারে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর তৃতীয় সিজন। নির্মাতা কাজল আরেফিন অমি নির্মিতএই নাটকটি ১০ সেপ্টেম্বর থেকে ধ্রুব ইউটিউবে প্রচারিত হবে।
নির্মাতা অমি বলেন, যে সপ্তাহে ‘সিজন ২’ শেষ হবে, পরের সপ্তাহেই ‘সিজন ৩’ প্রচারে আসবে। নতুন সিজনের জন্য প্রথম লটেবেশ কিছু পর্বের শুটিং এরই মধ্যে শেষ করেছি। এবারের অংশে নতুন কয়েকজন শিল্পীকেও দেখা যাবে। নাটকের বিষয় বস্তুতেওপরিবর্তন আসবে।
সপ্তাহে (তিনদিন) বৃহস্পতিবার থেকে শনিবার রাতে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ২ প্রচারে আসবে। ১৫ টির মতো পর্ব প্রচারের পর‘সিজন ২’ শেষ হবে বলে জানান এর নির্মাতা কাজল আরেফিন অমি।
‘ব্যালেচর পয়েন্ট’ ধারবাহিকটিতে অভিনয় করেন মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মনিরা মিঠু, সাবিলা নূর, নাদিয়া মিম। আরো রয়েছেন মারজুক রাসেল, চাষী আলম, তামিম মৃধা, সানজানা রিয়া, মুসাফিরশোয়েব বাচ্চুসহ অনেকে।
0 Comments