করোনা জয় মেয়র আওলাদ হোসেন লিটনের।গত ২৭ জুলাই তাঁর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।
চাঁদপুর জেলার মতলব দক্ষিন থানার পৌর মেয়র আওলাদ হোসেন লিটন।করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে তিনি পৌরবাসীর সেবা দিয়ে গেছেন। তিনি সচেতনতামূলক কার্যক্রম, শহরের রাস্তাঘাটেজীবাণুনাশক স্প্রে, প্রধান মন্ত্রীর উপহার বিতরণ, করোনা শনাক্ত বাড়ি লকডাউন ও খাদ্য সহায়তাসহ ভিটামিন সি যুক্তফলমূলসহ নানা কাজ সামনে থেকে করে গেছেন। গত শনিবার দ্বিতীয়বার নমুনা দিলে তাঁর করোনা নেগেটিভ আসে।
তিনি বলেন, সত্যিই তাদের কাছে আমি চির কৃতজ্ঞ। বিশেষ করে যে সকল ডাক্তার আমাকে প্রথম থেকেই কোভিড-১৯ এর সকলআপডেট চিকিৎসা দিয়ে গেছেন। এছাড়া আমার কিছু বন্ধু,বড় ভাই ও বেশ কিছু শুভাকাঙ্ক্ষী যারা আমাকে সবসময় সাহস ওঅন্যান্য সহযোগিতা করেছেন।
মেয়র লিটন বলেন, অবশেষে আল্লাহর রহমতে আমার যুদ্ধ জয় অর্জিত হলো, মরণব্যাধি কোভিড ১৯- এর থাবা থেকে। মহানআল্লাহ পাকের কাছে শুকরিয়া ও আত্মীয়-স্বজন, দেশ-বিদেশের বন্ধুবান্ধব, রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ, বিভিন্নমসজিদের ইমামগন,আমার প্রিয় পৌরবাসী ও আমার কিছু কাছের শুভাকাঙ্ক্ষী যারা আমার জন্য প্রাণভরে দোয়া করেছেনতাদের অসংখ্য দোয়া ও ভালোবাসায় দীর্ঘ প্রায় ১৫ দিন করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে আজ দ্বিতীয়বারের মতো টেস্টরেজাল্ট নেগেটিভ পেলাম।
আমার দুটি সন্তান, যারা মানসিকভাবে আমাকে অনেক সহযোগিতা করেছে সুস্থ হওয়ার জন্য তাদের কাছেও আমি অনেকঅনেক কৃতজ্ঞ। এখনো আমাকে পুরোপুরি সুস্থ হতে আরও বেশ কিছু দিন সময় লাগবে এই জন্য দোয়া করবেন সবাই আমারজন্য। সবাই ভাল থাকবেন, সাবধানে থাকবেন।
স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমার স্ত্রী, যার অক্লান্ত পরিশ্রম ও সম্পূর্ণ সহযোগিতা ছাড়া হয়তো আমি কখনোইআবার সবার মাঝে ফিরে আসতে পারতাম কিনা আমার জানা ছিল না! তার কাছে আমি চির কৃতজ্ঞ হয়ে রইলাম।
0 Comments