ঘটনাটি রাজশাহী নগরীর রেইলওয়ে সার্কিট হাউজ এর পাশের ড্রেনের। সরজমিনে পরিদর্শন করে এমন টাই দেখতে পাওয়া যায়।
ড্রেনের পানিতে ভাসছে টাকা ,কথাটা আশ্চার্য জনক শোনালেও হ্যা আসলেই ড্রেনের পানিতে ভাসছে টাকা এবং কুড়াচ্ছেন নিন্ম আয়ের মানুষ ।
সরজমিনে স্থানটিতে গেলে দেখা যায় বেশ লোক সমাগম এবং ড্রেনের পানিতে কিছু ব্যক্তি খোঁজ করছেন টাকার ।শিশুথেকে শুরু করে বয়স্ক পর্যন্ত নেমেছেন টাকা খুজতে।
হ্যা ,খুজতে খুজতে মিলছে টাকা ও প্রাইজবন্ডের ।
কেউ কেউ টাকা পেয়ে পকেট ভর্তি করছেন আবার কেউ কেউ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কিন্তু এই টাকা গুলো হঠাৎ ড্রেনে কেন ভাসছে কোথা থেকে এল এ সম্পর্কে কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায় নি।
হঠাৎ করেই দেখতে পাওয়া যায় এক ব্যাক্তি ৫০০ টাকার নোট পেয়ে গেলেন। এবং সকল কে দেখালেন সেই প্রত্যাসিতবস্তুটি। এতে লোক জনের সমাগম আরো বেড়ে গেল ।এবং অনেকে উৎসাহ নিয়েই নেমে পড়লেন ড্রেনে এবং খোজা শুরু করলেন।
এলাকার জিজ্ঞাস করলে তারা জানান হঠাৎ করেই জানতে পারি ড্রেনে টাকা ভাসছে ।এতে দ্রুত চলেআসি এবং টাকা খুজতে থাকি ।কত টাকা পেয়েছেন এমনটি তাকে জিজ্ঞাস করা হলে তিনি বলে এ অবধি ৩০০০ টাকাপেয়েছি।
মুনসুর নামক এক ব্যক্তিকে এ সম্পর্কে জিজ্ঞাস করা হলে তিনি জানান ,মানুষের মুখে শুনে আসলাম এবং এসে সত্যি টাকাপাইলাম । তাহলে, এই ভাবেই ড্রেনে পাওয়া যাচ্ছে টাকা এবং কুড়াচ্ছেন নিন্ম আয়ের মানুষ গুলো ।
0 Comments