'অপু ভাই, হ্যা ভাই। কি লিখেন ভাই ? এক্স এর নাম। কেনো ভাই? যাতে কুত্তা এসে মুতে দেয়। '
"মানুষকে ভালোবাসা নয় বাস দিতে হয়।"
এমনো হাজার ডায়লগ দিয়ে ভাইরাল হন নোয়াখালীর টিকটকার অপু।
গত কয়েকদিন আগে রাস্তায় মারামারি করার অভিযোগে গ্রেফতার হয় টিকটকার অপু। গতকিছুদিন আগে জামিনে ছাড়া পায় অপু।
অপুকে অনেকে অপছন্দ করলেও অপুর ভক্তও কম নেই দেশে।
পাড়া মহল্লার অনেক অলি,গলি আর চিপাঁচাপাঁয় নাকি মেয়েরা লুকিয়ে লুকিয়ে অপুর ভিডিও দেখে। অপুর ভিডিও না দেখলে রাতে নাকি ঘুমও আসেনা অনেক খুকীর।
এবার এমনি এক অপু ভক্ত পাওয়া গেলো মতলবে। অপু আটক হওয়ার পর থেকেই নাকি রাতে ঘুম হতোনা চুমকির।
অপুর এক ডায়লগ শুনলেই নাকি চুমকি শিহরিত হয়ে যেতো 😅😅 । অপুর চুল নাকি কাশফুলের মতো মনে হতো চুমকির।
কিছুদিন আগে জখন চুমকি জানতে পারলো অপু মুক্তি পেয়েছে এর পরদিনই নিজের বান্ধবীদের বাসায় মিষ্টি পাঠায় চুমকি।
বাসার পাশে অন্যান্যদের ও মিষ্টি বিতরন করে চুমকি। সবাই জানতে চাইলে চুমকি বলে, অপু মুক্তি পাওয়ার খুশিতে সে মিষ্টি বিতরন করছে।
এরপর চুমকির বাবা মার কাছে জানতে চাওয়া হলে তারা বলেন আমরা অপুকে চিনি। আমার মেয়ে ওর বড় ভক্ত। আমার মেয়ে এতো বড় মনের মানুষ যে সে টোটাল সাত কেজি মিষ্টি বিতরন করেছে। এতে আমরা আমাদের মেয়েকে নিয়ে গর্ব করি।
তবে হাজতে অপুর চুল কেটে দেয়ায় চুমকির মন খারাপ হয়েছে না হলে চুমকি দশ কেজি মিষ্টি বিতরন করতো। চুমকি নাকি অপুর বড় বড় চুল এখন অনেক মিস করে।
অপুকে অনেকে অপছন্দ করলেও অপুর ভক্তও কম নেই দেশে।
পাড়া মহল্লার অনেক অলি,গলি আর চিপাঁচাপাঁয় নাকি মেয়েরা লুকিয়ে লুকিয়ে অপুর ভিডিও দেখে। অপুর ভিডিও না দেখলে রাতে নাকি ঘুমও আসেনা অনেক খুকীর।
এবার এমনি এক অপু ভক্ত পাওয়া গেলো মতলবে। অপু আটক হওয়ার পর থেকেই নাকি রাতে ঘুম হতোনা চুমকির।
অপুর এক ডায়লগ শুনলেই নাকি চুমকি শিহরিত হয়ে যেতো 😅😅 । অপুর চুল নাকি কাশফুলের মতো মনে হতো চুমকির।
কিছুদিন আগে জখন চুমকি জানতে পারলো অপু মুক্তি পেয়েছে এর পরদিনই নিজের বান্ধবীদের বাসায় মিষ্টি পাঠায় চুমকি।
বাসার পাশে অন্যান্যদের ও মিষ্টি বিতরন করে চুমকি। সবাই জানতে চাইলে চুমকি বলে, অপু মুক্তি পাওয়ার খুশিতে সে মিষ্টি বিতরন করছে।
এরপর চুমকির বাবা মার কাছে জানতে চাওয়া হলে তারা বলেন আমরা অপুকে চিনি। আমার মেয়ে ওর বড় ভক্ত। আমার মেয়ে এতো বড় মনের মানুষ যে সে টোটাল সাত কেজি মিষ্টি বিতরন করেছে। এতে আমরা আমাদের মেয়েকে নিয়ে গর্ব করি।
তবে হাজতে অপুর চুল কেটে দেয়ায় চুমকির মন খারাপ হয়েছে না হলে চুমকি দশ কেজি মিষ্টি বিতরন করতো। চুমকি নাকি অপুর বড় বড় চুল এখন অনেক মিস করে।
0 Comments