কণ্ঠশিল্পী আসিফ আকবরের 'তোকে না ছেড়ে যাব' গানের মিউজিক ভিডিও। অরণ্য পাশার পরিচালনায় এ কাদেরের সুর ও কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। গানটিতে মডেল হয়েছেন তন্ময় সাবি ও পায়েল।
এ গানের মিউজিক ভিডিও নির্মাতা অরণ্য পাশা বলেন, আসিফ আকবর বাংলা গানের বিস্ময়কর কণ্ঠশিল্পী। আমি নিজেও তার গানের ভক্ত। এ গানটি মেলোডি ধাঁচের। আশা করি গানটি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।
গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, রিদমিক মেলোডি গান এটি। নতুন সুরকার ও গীতিকার হিসেবে ভালো করেছে তারা। বেশ আগেই গানটি গেয়েছি। মুশফিক লিটু দারুণ সঙ্গীতায়োজন করেছেন। আশা করি শ্রোতা ও দর্শকদের ভালো লাগবে।
প্রসঙ্গত, গ্রিন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি পাওয়া যাবে।
0 Comments