সৃজিতের জন্মদিনে স্ত্রী মিথিলার আবদার
৪২ বছরে পা রেখেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। জন্মদিনে দুই বাংলার শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায়ভাসছেন সৃজিত। সবকিছুর ভিড়ে মূল অপেক্ষা ছিলো বাংলাদেশের মেয়ে মিথিলার শুভেচ্ছাবার্তার।
চলতি মহামারির কারণে বিয়ের পর প্রথম জন্মদিনেই সৃজিতের পাশে নেই স্ত্রী মিথিলা। তাই শুভাচ্ছাবার্তা এমন আবেগমুখরহওয়াই স্বাভাবিক। তাহসানের সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত ঘোল কে বিবাহকরেন বাংলাদেশের অভিনেত্রী মিথিলা।
বিয়ের পর চলচিত্র পরিচালক সৃজিতের প্রথম জন্মদিনে ইনস্টাগ্রামে শুভেচ্ছাবার্তায় লিখেছেন রাফিদ রশিদ মিথিলা। তিনিলিখেছেন, 'শুভ জন্মদিন, মিস্টার মুখার্জি। আমাদের জীবনে আসার জন্য ধন্যবাদ। সুখী, স্বাস্থ্যবান আর আগের মতোই ড্রামাকিং হয়ে থেকো! আর এই মহামারিকে অভিশাপ, যে জন্মদিনে আমাদের দূরে রেখেছে। কিন্তু কথা দাও, তুমি নিরাপদে থাকবেআর যত তাড়াতাড়ি পারো ঘরে ফিরবে! ভালোবাসা।’
0 Comments