জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বাংলাদেশ বিষয়ক একজন ম্যানেজিং কর্মকর্তা নিয়োগ দিয়েছেন। নব নিযুক্ত এইকর্মকর্তার নাম সাবহানাজ রশীদ দিয়া। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী গতকাল সোমবার ফেসবুকের আঞ্চলিক সদর দপ্তরসিঙ্গাপুরের সঙ্গে যোগাযোগের পর এই তথ্য জানান।
ফেসবুকের সিঙ্গাপুর অফিসে কর্মকর্তাদের বরাত দিয়ে মন্ত্রী সূত্র জানিয়েছে, বাঙালি বক্তা সাবহানজ রশিদ দিয়া ফেসবুকবাংলাদেশ-সম্পর্কিত বিষয়ে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবেন। বাংলাদেশ ফেসবুক বিষয়ক যত রকমের সমস্যা আছে তাতিনি দেখবেন।
0 Comments