গতকাল ভোর রাত অনুমান ৩ঃ৩০ মিনিটের সময় চাদপুর জেলার, হাজিগন্জ থানার অলিপুর বাজার সংলগ্ন জনাব ইলিয়াস মুন্সির বাড়িতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এবং লাখ টাকার সম্পত্তি।
এলাকায় ঘুরে স্হানীয়দেরথেকে জানা যায় যে, জনাব ইলিয়াস মুন্সি তার চার ছেলে নিয়ে দীর্ঘদিন যাবত ঢাকায় বসবাস করছেন।
দুই মেয়ে বিয়ে দেন একজন কুমিল্লায়
থাকেন তার স্বামীর বাড়িতে আরেকজন থাকেন
বেশ কিছুদিন ইলিয়াস মুন্সির সাথে।
তাদের ঘরটিতে কেউই থাকতেন না। পাশের বাড়ির লোকজন আগুনের টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় এক ঘন্টা সময় ফায়ার সার্ভিসের দুটো ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে । যার ফলে পনেরো থেকে বিশ লক্ষ টাকার ঘরে থাকাআসবাব পত্র এবং মুল্যবান জিনিস পত্র আগুনে পুড়ে চাই হয়ে যায়। সকালে মুন্সী এ খবর পেয়ে তার গ্রামের বাড়িতে গিয়েজানতে পারেন যে অগ্নিসংযোগ টি আসলে কেউ
পরিকল্পিত ভাবেই ঘটিয়েছে। এ নিয়ে হাজিগন্জ থানায় মামলার প্রস্তুতি চলছে তবে ফায়ার সার্ভিসের আলামত সংগ্রহ করে দ্রুতআইনের ব্যাবস্হা গ্রহণের স্হানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
করছেন।
0 Comments