চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল এর গত কাল ১৪ অক্টোবরছিল শুভ জন্মদিন। তিনি ৬১ বছর বয়সে পারা দিলেন। উনার জন্মদিন উপলক্ষে ১৪ অক্টোবর কেক কেটেছেন মতলব দক্ষিণথানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ সহ আরো অনেকে।
ওই সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিন সুজন, খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান রিপন মীর, নারায়নপুরবাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন মজুমদারসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রসংগত নুরুল আমিন ১৯৫৯ সালের ১৪ অক্টোবর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নাউরী গ্রামে জন্মগ্রহণ করেন।তারপিতার নাম আওলাদ হোসেন ও মাতার নাম মোনচেহারা। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবিডিগ্রি অর্জন করেন।
0 Comments