ঢাকা থেকে বরিশালে আসার পথে শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে গর্ভবর্তী এক নারীকন্যা সন্তান প্রসব করেছেন।
ষাটনলের কাছাকাছি মেঘনা নদীতে চলমান ওই লঞ্চটিতে বাচ্চা প্রসবের এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১ টার দিকে স্ত্রীর প্রসব বেদনা দেখা দিলে তিনি লঞ্চের অন্য যাত্রীদের জানান। যেখান থেকে বিষয়টি লঞ্চেরদায়িত্বরত স্টাফরা জানতে পেরে দুইজন নারীর সহায়তায় নিরাপদে সন্তান প্রসব করান।
শিশু সন্তানসহ সুস্থ রয়েছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদারের স্ত্রী ফাহিমা বেগম।
লঞ্চ সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদার ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরিকরেন। তার গর্ভবতী স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ২১০ নম্বর কেবিনে করে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন।
0 Comments