চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজীকান্দি ইউনিয়নাধীন ৮নং ওয়ার্ড মাইজকান্দি গ্রামের দক্ষিণ মাইজকান্দিজামে মসজিদ সংলগ্ন চৌরাস্তা দসে গেছে। গতকাল বেলা ১টা ৩০ মিনিটে ইট বোঝাই একটি ট্রলি গাড়ি যাওয়ার সময় গাড়িসহআকস্মিক ডেবে যায় প্রধান সড়ক। দূর্ঘটনা স্থল থেকে চিৎকার শুণে এলাকার লোকজন এগিয়ে এসে প্রথমে আহত লোকদেরউদ্ধার করে এরপর ট্রলি গাড়িটি উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, এলাকাবাসী এই জায়গায় কালভার্টের আবেদন করেছিলেনকিন্তু তাদের আবেদন বিফলে যায়। আতংকিত এলাকাবাসী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত গুরুত্বপূর্ণ এইস্থানটিতে দুইটি কালভার্ট নির্মাণ করে সড়কটি সংস্কার করে দূর্ভোগ সমাধানের আবেদন জানিয়েছেন।
এ ঘটনায় ট্রলিতে থাকা দুজন সামান্য আহত হলেও বাকিরা নিরাপদে আছে।প্রধান সড়কটিতে ১২০ বর্গফুট জায়গা ১২ ফুট গভীর হয়ে বড় গর্ত তৈরি হয়েছে। সড়কটি দিয়ে যান চলাচলের কোন সুযোগ নেইমূলত অস্বাভাবিক আকস্মিক ভয়ংকর গর্তের কারনে। ৫+৫ কিলোমিটার দৈর্ঘ্যের দুটি খাল এবং মাইজকান্দি, বালুচর, হাজীপুরসহ মোট আটটি গ্রামের পানি এ খাল দিয়ে নিষ্কাশন হয়। অথচ এই চৌরাস্তায় তিনটি খালের সংযোগ স্থলে নেই কোন কালভার্ট, আছে শুধু দুই ফুট পরিধির বিকলাঙ্গ পাইপ। এমন গুরুত্বপূর্ণ জায়গায় কালভার্টের পরিবর্তে পাইপ থাকার ফলে পানির চাপে এইঘটনাটি ঘটেছে।
0 Comments