গতকাল নারায়নগঞ্জ থেকে রাত ৯ টায় মতলবের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি মাকবুল-২ লঞ্চে রাত অনুমানিক পৌনে ১১ টার দিকেডাকাতি হয়। ডাকাতদল অস্রের মুখে চালককে জিম্মিকরে মাকবুল লঞ্চের ৫ শতাধিক যাত্রীর সর্বস্ব লুটেনেয় বলে জানান লঞ্চেরযাত্রী মতলব উত্তর উপজেলার আনন্দ বাজারের মোবাইল ব্যবসায়ী সুমন।
গজারিয়া ঘাটে ভিড়ার ১০ মিনিট পূর্বে স্প্রীডবোর্টে করে একজর লোক লঞ্চে উঠে। গজারিয়া ঘাট ছাড়ার বেশ কিছুক্ষন পরেই ২টি স্প্রীডবোর্টে করে ১০/১২ জন ডাকাত লঞ্চে উঠে ফাঁকা গুলি ছুড়ে যাত্রীদের মাঝে আতংক সৃষ্টিকরে যাত্রীদের মোবাইল, নগদটাকা, মহিলাদের স্বর্নালংকার, যাত্রীদের সাথে থাকা মালামালসহ সর্বস্ব লুটে নেয়। এভাবে ৩০ মিনিটের অধিক সময় ডাকাতিহয়। শেষের দিকে এসে যাত্রীরা চিৎকার করলে অনেকগুলো ফাঁকা গুলি ছোড়ে ডাকাতরা। ষাটনল ঘাটে আসার খানিক আগেইডাকাতদল লঞ্চ থেকে নেমে স্প্রীডবোর্টে করে চলে যায়।
0 Comments