মাছ ধরতে খালে নেমে পাওয়া গেল অ্যাপাচি মোটর বাইক। পটুয়াখালীর বাউফলে খাল থেকে একটি বাইক উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার কাছিপাড়াইউনিয়নের ছত্রকান্দা গ্রামের বৈরাগী বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. রফিক মিয়া জানান, বিকেলে ভাটার সময় ওই খালে মাছ ধরতে গিয়ে অ্যাপাচি আরটিআর মডেলের লালরঙের একটি বাইক দেখতে পান। বিষয়টি নিয়ে চারপাশে তোলপাড় শুরু হয়েছে।
খবর পেয়ে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, খালের পানি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।মোটরসাইকেলটি বর্তমানে বগা তদন্ত কেন্দ্রে রয়েছে। কেউ যদি মোটরসাইকেল দাবি করে তবে যাচাই করে দেখা হবে।
0 Comments