চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে দুর্গম চরাঞ্চল চরউমেদ গ্রামে বানানো সেতুটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না।
সড়কের অভাবে জহিরাবাদ ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের পাঁচ গ্রামের বাসিন্দা ও শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে নড়বড়েবাঁশের সাঁকো দিয়ে খাল পার হচ্ছে।
গ্রামবাসীর অভিযোগ, সেতু নির্মাণের পর গ্রামবাসী অনেক আনন্দিত হয়েছিল। কিন্তু সেতুটির সংযোগ সড়ক না হওয়ায় গ্রামবাসীর সেই আনন্দ বেদনায় পরিণত হয়েছে।
দুই বছর আগেই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে।
সেতু পার হতে এক পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় সেতুটি পানিবেষ্টিত হয়ে পড়ে আছে। ফলে ওই ইউনিয়নের পাঁচ গ্রামের২২ হাজার বাসিন্দা খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পার হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. অঙ্গরাজ বলেন, বিষয়টি আমার আগে জানা ছিল না। অচিরের অ্যাপ্রোচ সড়ক নির্মাণকরা হবে।
0 Comments