চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো নাসিম উদ্দিন এর নেতৃত্বে গতকাল চাঁদপুরের বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিরোধী অভিযান ও কিশোর গ্যাং এর উৎপাত বন্ধে মাঠে নেমেছিল পুলিশ।
গতকাল ৭নং ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান এসময় অভিযানে উপস্হিত ছিলেন মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশীদ,ওসি ইন্টালিজেন্ট মোঃ মনির হোসেন,ওসি রেলওয়েসারোয়ার আলম সহ মডেল থানার অন্যান্য অফিসার বৃন্দ। উপস্থিত ছিলেন ৭-নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সফিকুলইসলাম।
তাছাড়া চাঁদপুর শহরের আক্কাস আলী, যমুনা রোড, রেল স্টেশন, ক্লাব রোড যমুনা রোড, বড় স্টেশন ও তার আশপাশ এলাকায়কিশোর গ্যাং অপরাধ ও মাদক নির্মূলে অভিযান করা হয় এবং আটক-৪ জন করা হয়।
0 Comments