খালে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে মাটি কাটার অপরাধে মতলব উত্তর উপজেলায় দুইজনকে জেল-জরিমানা করা হয়।
তাছাড়া গতকাল (২৩/০১/২০২১খ্রি.) প্রায় ০৫ ঘন্টাব্যাপী ভ্রাম্যমান আদালতের অভিযানে মতলব উত্তর উপজেলার ষাটনল, কলাকান্দা, মোহনপুর, এখলাশপুর, ফরাজীকান্দি ও ফতেপুর পশ্চিম ইউনিয়নস্থ মেঘনা-ধনাগোদা বেড়িবাধেঁর উপর অবৈধভাবেস্থাপিত ১৫ টি লোহার পাইপের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। এসময় ০৩ টি আনলোড ড্রেজার মেশিনের যন্ত্রপাতি অকেজোকরা হয় এবং প্রায় ৩০,০০০ ফুট প্লাস্টিকের পাইপ বিনষ্ট করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা, মতলব উত্তরথানা এ সময় উপস্থিত থেকে অভিযানকে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
0 Comments